যোগাযোগ মন্ত্রণালয় আওতাধীন সড়ক ও জনপথ বিভাগ বাংলাদেশের ন্যাশনাল হাইওয়ে হতে শুরু করে জেলা সড়ক সহ সকল প্রকার রাস্তা, ব্রীজ ও কালভার্ট নির্মাণ সহ এর রক্ষণাবেক্ষণ, মেরামত ও জনগণের কল্যাণের সরকারের সকল প্রকার কাজ সুষ্ঠভাবে বাস্তবায়ন করিয়া থাকে।
কি কি সেবা দেয়া হয়ঃ-
১. | সড়ক নিমাণ ও রক্ষনাবেক্ষনসরঞ্জাম/যন্ত্রপাতি অধিদপ্তরের কাজের বাইরে জনসাধারনের ব্যবহারের জন্য নিদিষ্ট হারে ভাড়ায় প্রদান। |
২. | সড়ক নিমাণের বিভিন্ন উপকরন ও নিমাণ সামগ্রী নিধারিত ফি এর মাধ্যমে সড়ক গবেষণাগারে পরীক্ষা করণ। |
৩. | আর এইচ ডি টেনিং সেন্টার সেতু/ব্রীজ নির্মাণ ও রক্ষনবেক্ষন |
৪. | সিএনজি ফিলিং ষ্টেশন/রূপান্তর কারখানা এবং পেট্রোল/ডিজেল পাম্প স্থাপন, আবাসিক/বাণিজ্যিক/শিল্প কারখানার জন্য প্রবেশ পথ এবং সামাজিক বনায়ন ও মৎস চাষের জন্য সড়ক ও মহাসড়কের পাশ্বের সরকারী জমি স্বস্বল্প মেয়াদে লীজ প্রদান। |
সেবা পাবার ধাপ সমূহঃ-
১. | সিএনজি ফিলিং ষ্টেশন/রূপান্তর কারখানা এবং পেট্রোল/ডিজেল পাম্প স্থাপন, আবাসিক/বাণিজ্যিক/শিল্প কারখানার জন্য প্রবেশ পথ এবং সামাজিক বনায়ন ও মৎস চাষের জন্য সড়ক ও মহাসড়কের পাশ্বের সরকারী জমি স্বল্প মেয়াদে লীজ প্রদান। |
২. | সড়ক গবেষণাগারে বিভিন্ন উপবরণের পরীক্ষা করন সংক্রান্ত। |
৩. | সড়ক গবেষণাগারে বিভিন্ন উপবরণের জন্য ব্যবহ্নত বিবিধি যন্ত্রপাতির ভাড়ায় সরবরাহ। |
৪. | সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষন ব্যবহ্নত বিভিন্ন যানবাহন ও যন্ক্রপাতির ভাড়ায় সরবরাহ। |
৫. | জেলা ওয়ারী টোল সেতু/সড়কের অবস্থা। লভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষন |
৬. | জেলা ওয়ারী ফেরী সাভিস |
৫. | সেতু/ব্রীজ এর টোল আদায় |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS